ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


ঢাবির প্রশ্ন ফাঁস: পরীক্ষা বাতিল দাবিতে ছাত্রদলের বিক্ষোভ


২০ অক্টোবর ২০১৮ ১৭:৫০

আপডেট:
২১ অক্টোবর ২০১৮ ২০:০৭

ছাত্রদলের মিছিল

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের প্রশ্নপত্র ফাঁস হওয়া পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া, উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান ও সামাজিক বিজ্ঞান অনুষদের বির্তকিত ডিন ড. সাদেকা হালিমকে বহিস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শনিবার সকালে শাহবাগ এলাকায় তারা এ বিক্ষোভ মিছিল করে।

বক্তারা বলেন, এই উপাচার্য ঢাবির মর্যাদা ধুলোয় মিশিয়েছেন। অতিদ্রুত কাল ক্ষেপণ না করে ঢাবির মর্যাদা রক্ষায় ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করা হওক।

তারা বলেন, ব্যর্থতার দায়ভার নিয়ে উপাচার্য ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিমকে পদত্যাগ করতে হবে।

এই মিছিলে নেতৃত্ব দেন ঢাবি ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার নেবং সাধারণ সম্পাদক আর আবুল বাসার সিদ্দিকী।