ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


মুগদা থানা ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শারদীয় দূর্গা পূজার আলোচনা সভা


১২ অক্টোবর ২০২৪ ২১:৫২

আপডেট:
১২ মে ২০২৫ ১২:০১

 

১১ অক্টোবর শুক্রবার মুগদা থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ। তিনি বলেন, বিএনপি সব সময় মানুষের ধর্মীয় অধিকারকে গুরুত্ব দেয়। সব মানুষের নিজ ধর্ম পালনের নিরঙ্কুশ অধিকার রয়েছে— এই বিশ্বাস থেকে বিএনপি সব সময় ধর্মীয় সম্প্রীতিকে গুরুত্ব দিয়েছে। ভবিষ্যতে সম্প্রীতির বাংলাদেশে গঠনে বিএনপি নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ।

এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল আলম মজনু, হাবিবুর রশীদ হাবিব, তানভীর আহমেদ রবিন প্রমুখ।

বক্তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি ও সহাবস্থানের গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ দেশ। আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশে সবাই যার যার অধিকার নিয়ে বেঁচে থাকবে। বিএনপি ধর্মের নামে সংঘাতের রাজনীতি করে না। সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির অঙ্গীকার।


লিটন মাহমুদ, আফরোজা আব্বাস