ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


চাঁদপুর-১ আ. লীগ মনোনীত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল


১ ডিসেম্বর ২০১৮ ০৯:৫০

আপডেট:
১২ মে ২০২৫ ২০:৩২

চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) চেয়ারম্যান গোলাম হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে নারীরা।

শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখ থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে পৌর বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া বাইপাস সড়কে এসে কুশপুত্তলিকা দাহসহ সমাবেশে মিলিত হয় নারী।

কচুয়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রওনক আরা রত্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা সহিদ ও সাধারণ সম্পাদক তাসলিমা চৌধুরীর নেতৃত্বে এ ঝাড়ু মিছিলে শত-শত নারী অংশ নেন।

সমাবেশে মহিলা সম্পাদিকা রওনক আরা রত্না তার বক্তব্যে বলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে গোলাম হোসেনের কোনো সম্পৃক্ততা নেই। এ আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর ব্যতিত অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন তা মেনে নেবে না।

উল্লেখ্য, কচুয়া আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর ও গোলাম হোসেন এ দু’জনকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। উভয়ই মনোনয়ন পত্র দাখিল করেছেন।