ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


ছাত্রলীগের জরুরী সভা ৪ ডিসেম্বর


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০১৮ ২২:১৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সকল জেলা,মহানগর এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি,সাধারণ সম্পাদক,আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কদের নিয়ে এক জরুরী সভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

বাংলাদেশ ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সভা চলবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভায় অংশগ্রহণকারী নেতাদেরকে সংশ্লিষ্ট ইউনিটের যাবতীয় সাংগঠনিক সমস্যা, প্রতিবন্ধকতাসহ পূর্ণাঙ্গ সাংগঠনিক প্রতিবেদন প্রস্তুত করে আনার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।