ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ভালুকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতার ব্যক্তিগত কার্যালয় উদ্বোধন


২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আপডেট:
১২ মে ২০২৫ ১১:২৪

ময়মনসিংহের ভালুকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের ব্যক্তিগত কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে উপজেলার বাসস্ট্যান্ড স্বপ্ন শো-রুম সংলগ্ন ওই কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ সময় পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, আলহাজ্ব শহিদুল ইসলাম, মজিবর রহমান মজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা হামিদ কারী, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ জুয়েল, বিএনপি নেতা নাজমুল আলম সোহাগসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।