বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুতে ছাত্রলীগের গভীর শোক

মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের জন্য রান্না করা, তাঁদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করা এবং সম্মুখযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করা বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় ছাত্রলীগ মুক্তিযুদ্ধে তারামন বিবির অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জানানো হয় ‘মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনীকে প্রতিরোধ করতে তারামন বিবি অস্ত্র হাতে নিয়ে যে সাহসী ভূমিকা পালন করেছিলেন, তার সেই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
বাংলাদেশ ছাত্রলীগ তারামন বিবির রুহের শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার নিজ বাসভবনে ভোররাতে তারামন বিবি শেষ নিশ্বাস ত্যাগ করেন।