রূপগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন সমাবেশ সফল করতে ফারুক মিয়ার নেতৃত্বে গণমিছিল

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি সমাবেশ করেছে। শনিবার পূর্বাচলের রাজউক মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধাণর সম্পাদক আলহাজ্ব বাছির উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, আনোয়ার সাদাত সায়েম, নূরুন্নবী ভুঁইয়া, হাজী সেলিম, সৈয়দ সিরাজুল ইসলাম, মোশারফ হোসেন মোল্যা, শামিম ভুঁইয়া, আব্দুর রফিক ভুইঁয়া, মফিজুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান, রূপগঞ্জ উপজেলা মহিলাদল নেত্রী সানজিদা সেলিনা প্রমুখ।
এই সমাবেশ সফল করতে ও তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে বিশাল গণমিছিল নিয়ে সমাবেশে যোগ দেন রূপগঞ্জ ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া।
এসময় তিনি বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রের কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন জরুরী। এই দফাগুলি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।