ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


বাবলার মিছিলে ককটেল হামলার অভিযোগ


১২ ডিসেম্বর ২০১৮ ১০:২৮

আপডেট:
১৩ মে ২০২৫ ০৪:৪৭

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহাজোটের ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ অাবু হোসেন বাবলার প্রচারণা মিছিলে ককটেল হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে রাজধানীর শ্যামপুরে এ ঘটনা ঘটে।

মিছিলে অংশগ্রহণকারী স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, শ্যামপুর থানার মহাজোটের প্রধান কার্যালয় থেকে প্রচারণা মিছিল বের করা হয়। মিছিলটি শ্যামপুর থেকে ঢাকা মেসের দিকে যাওয়ার সময় রাত পৌনে ৯টার দিকে মিছিলকে উদ্দেশ্য করে তিনটি ককটেল ছোড়া হয়।

মিছিলে থাকা জাতীয় পার্টির কদমতলী থানার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান ও কদমতলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজ আহমেদ অভিযোগ করে বলেন, বিএনপির প্রার্থী মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদের বাড়ির দিক থেকে এসব ককটেল ছোড়া হয়েছে।

তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।