ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


নেছারাবাদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার


১৯ এপ্রিল ২০২৫ ১৭:৩২

আপডেট:
১২ মে ২০২৫ ১৪:২৫

পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নিয়াজ মোর্শেদ তালুকদারকে ঢাকায় ডিবির অভিযানে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিন আলম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুরের একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তিনি ৫ই আগস্ট পরবর্তী সময় থেকে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নিয়াজ মোর্শেদ তালুকদার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সুটিয়াকাটি গ্রামের মোঃ বাদল তালুকদারের ছেলে।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিন আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর মিরপুরের একটি ভাড়া বাসা থেকে দারুস সালাম থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে রাজনৈতিক মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে সদর থানায় স্থানান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।