ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


নেছারাবাদে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার


৫ মে ২০২৫ ১৬:২৮

আপডেট:
৫ মে ২০২৫ ১৯:৪৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক "ইমরান আহমেদ সজীব" কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

রবিবার (৪ মে) ২০২৫ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পির সিদ্ধান্ত মোতাবেক- সহ দপ্তর সম্পাদক জেলা ছাত্রদল পিরোজপুর, আবু নাহিদ এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান আহম্মেদ সজীবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সাংগঠনিক পদ থেকে অব্যহতি দেওয়া হলো।

পাশাপাশি ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল জুবায়েরকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন জেলা শাখার সভাপতি মো. হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তানজির রশিদ বাপ্পি।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তানজির রশিদ বাপ্পি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইমরান আহমেদ সজীবকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন আহ্বায়ক হিসেবে উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল জুবায়েরকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।