ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


আ.লীগকে নিষিদ্ধ করতে সবার আগে আওয়াজ তুলেছে বিএনপি : পুতুল


১২ মে ২০২৫ ১৩:৫৭

আপডেট:
১২ মে ২০২৫ ১৮:২৪

নাটোরের লালপুরে মতবিনিময় সভায় বক্তব্য দেন ফারজানা শারমিন পুতুল। ছবি : কালবেলা

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিএনপি সবার আগে আওয়াজ তুলেছে। সাবেক রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদের দেশত্যাগের মধ্য দিয়ে এই আওয়াজটা নতুন করে আবার উঠল।

রোববার (১১ মে) সন্ধ্যায় লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লালপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুতুল বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নামের সংগঠনের আর কোনো দিন রাজনীতি করার এখতিয়ার নেই। তারা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের ও জনগণের সঙ্গে বেইমানি করেছে।

তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো এজেন্ডা অর্ন্তবর্তী সরকারের আছে এ রকম আমার মনে হয় না। নতুন নতুন ইস্যুগুলোর নির্বাচন পেছানোর সঙ্গে কোনো কানেকশন নেই বলে আমি বিশ্বাস করি। বিএনপি একাই নির্বাচনের কথা বলছে এরকম নয়, বিএনপি চায় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে।

পুতুল বলেন, আমরা চাই চিরস্থায়ীভাবে দেশ থেকে আওয়ামী লীগকে যাতে বিতাড়িত করে দেওয়া হয়। একইসঙ্গে এমন একটি উদাহরণ তৈরি করা হয় যেন আর কোনোদিন কোনো স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কোনোভাবেই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরায় পুনর্বাসনের চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।

যুবদলের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও যুবনেতা গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, গোলাম মোস্তফা নান্নু, হামিদুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ।