ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে মমিন মন্ডলের ভাই জোবায়ের মন্ডল গ্রেফতার


প্রকাশিত:
৪ জুন ২০২৫ ১৪:৩৫

দেশত্যাগের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোমিন মন্ডলের ভাই জোবায়ের মন্ডলকে দেশত্যাগের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২ জুন) সন্ধ্যায় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার। তিনি জানান, জোবায়ের মন্ডলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। রোববার সন্ধ্যায় বিদেশে পালানোর চেষ্টা করলে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে সনাক্ত করা হয় এবং আটক করা হয়।

পরে রাতে তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।