আয়োজিত হলো জিয়া মঞ্চ নেছারাবাদ উপজেলা ও পৌর শাখার কর্মী সভা

বুধবার (১১ জুন ২০২৫) বিকাল ০৩ টায় মিয়ারহাট বন্দর পরিচালনা কার্যালয়, নেছারাবাদে আয়োজিত হলো জিয়া মঞ্চ নেছারাবাদ উপজেলা ও পৌর শাখা পিরোজপুরের উদ্যোগে কর্মী সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি।
প্রধান বক্তা হিসেবে ছিলেন - সালেহ্ আহমেদ কাঞ্চন, সহ- সভাপতি, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, আহ্বায়ক, নেছারাবাদ পৌর বিএনপি।
মোঃ মনিরুজ্জামান, সহ- সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।
নজরুল ইসলাম বাচ্চু, সহ- সাংগঠনিক সম্পাদক, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি।
সার্বিক সহযোগিতায় ছিলেন - আতিকুল ইসলাম আতিক, যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি।
সভার সভাপতিত্বে ছিলেন - মাফিকুল ইসলাম মারুফ, সহ- সাধারণ সম্পাদক, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি।
সঞ্চালনায় ছিলেন - মোঃ ওয়ালিউল ইসলাম তুহিন, সদস্য, জেলা সেচ্ছাসেবক দল।
কর্মী সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন - আতিকুল ইসলাম লিটু, যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। সোহেল রানা মৃধা, যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। তপু রায়হান, আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দল। ইমরান হোসেন সজীব, আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা ছাত্রদল। আরিফুল ইসলাম রুবেল, আহ্বায়ক, জিয়া মঞ্চ, পিরোজপুর জেলা শাখা।
আব্দুর রহিম, সদস্য সচিব, জিয়া মঞ্চ, পিরোজপুর জেলা শাখা।
আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক, জিয়া মঞ্চ, পিরোজপুর জেলা শাখা।
মাসুদ শেখ, যুগ্ম আহবায়ক, জিয়া মঞ্চ, পিরোজপুর জেলা শাখা।
নান্না শেখ, যুগ্ম আহবায়ক, জিয়া মঞ্চ, পিরোজপুর জেলা সমন্নয়ক ও পিরোজপুর পৌর শাখা।
মাইনুল ইসলাম মামুন, যুগ্ম আহবায়ক, জিয়া মঞ্চ, পিরোজপুর জেলা শাখা।
মাসুদ সিকদার রানা, যুগ্ম আহবায়ক, জিয়া মঞ্চ, পিরোজপুর জেলা ও সমন্বয়ক পিরোজপুর উপজেলা জিয়া মঞ্চ।
মীর জিয়াউর রহমান, যুগ্ম আহবায়ক, জিয়া মঞ্চ, পিরোজপুর জেলা শাখা ও আহবায়ক, কাউখালি উপজেলা শাখা জিয়া মঞ্চ।
মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক, জিয়া মঞ্চ, পিরোজপুর জেলা শাখা।
তানভীর হাসান ফকির, যুগ্ম আহবায়ক, জিয়া মঞ্চ, পিরোজপুর জেলা শাখা।
আব্দুল আজিজ, সদস্য সচিব, জিয়া মঞ্চ, ডেমরা থানা, ঢাকা।
মারুফ হাসান, সমন্বয়ক, পিরোজপুর উপজেলা জিয়া মঞ্চ।
এছাড়া অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন ও জিয়া মঞ্চ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ওয়াহিদুজ্জামান ওয়াহিদ তার মূল্যবান বক্তব্যে বলেন, জিয়া মঞ্চ শুধু একটি প্লাটফর্ম নয় এটি জাতীয়তাবাদী দলের একচ্ছত্র অধিকার আদায়ের মঞ্চ। আমরা জিয়া মঞ্চকে সুসংগঠিত করতে যতো সহযোগিতা দরকার করে যাবো ইনশাআল্লাহ। তবে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে তারুন্যের প্রতিক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে হবে। দলের স্বার্থে দেশের স্বার্থে সঠিক দিকনির্দেশনা মেনে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং কোনো রকম বিশৃঙ্খলায় জড়ানো যাবেনা।
প্রধান বক্তা সালেহ্ আহমেদ কাঞ্চন সৈরাচার শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বলেন, বিগত ১৭ বছর দেশ এক ভয়াবহ অবস্থার মধ্যে ছিল। সেখান থেকে ছাত্র জনতার বিক্ষুব্ধ আন্দোলনের মাধ্যমে সৈরাচার সরকারের পতনের মাধ্যমে দেশ আজ কলঙ্ক মুক্ত। তাই আমরা জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মী সমর্থকরা যেনো কোনোরকম ভুল না করি যাতে আমরা কখনো বিরোধী দলে থাকলেও সৈরাচার শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে না হয়। তাই আসুন আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস রেখে দেশের জনগনকে একটি সোনার বাংলা উপহার দেই।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এবং জিয়া মঞ্চ নেছারাবাদ উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
আংশিক কমিটির মধ্যে জিয়া মঞ্চ নেছারাবাদ উপজেলা শাখার আহবায়ক - মোঃ নজরুল ইসলাম বাবুল এবং সদস্য সচিব - মোঃ ওয়ালিউল ইসলাম তুহিনের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি চুড়ান্ত করে সকলকে জানিয়ে দেওয়া হবে।