ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


হাসনাতকে নাসিরুদ্দীন

আগে মেম্বার ইলেকশনে জিতে দেখাও


প্রকাশিত:
১৪ জুন ২০২৫ ১৫:১৮

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির নেতা নাসীরুউদ্দীন পাটওয়ারী।

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে হতাশার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৩ জুন) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচকভাবে দেখেন বলে জানান। কিন্তু হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি বলেও উল্লেখ করবন তিনি।

ফেসবুক পোস্ট।

হাসনাতের ওই পোস্টে মন্তব্য করেছেন এনসিপির নেতা নাসীরুউদ্দীন পাটওয়ারী। তিনি তার মন্তব্যে স্যাটায়ার হিসেবে লেখেন, ‘হাসনাত, ভোটে জেতা এতো সহজ? মেম্বার ইলেকশন করলেও তো জিতবা না। আগে মেম্বার ইলেকশনে জিতে দেখাও।’

নাসীরুউদ্দীন পাটওয়ারীর ওই মন্তব্যের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আগে।’

তাদের এই কথপোকথনে অনেকেই নানা মন্তব্য করেন।