ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


আট প্রার্থীর মনোনয়ন বাতিল


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০১৮ ২০:২২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দৌড়ে থাকা আরও ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন হাইকোর্ট। এদের মধ্যে বিএনপির প্রার্থী ৬ জন্য, আর দুজন হলেন স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

উপজেলা চেয়ারম্যান পদে থেকে নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা বৈধ করে যে আদেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে ইসির দেয়া আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। ফলে এ ৮ প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

এদের মধ্যে রয়েছেন- জামালপুর-৪ আসনের শামীম তালুকদার, জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমান, ঝিনাইদহ-২ আসনে অ্যাডভোকেট আবদুল মজিদ, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বশিরুল্লাহ জুরু।