ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নে গণঅধিকার পরিষদের ৩৫ সদস্যের কমিটি ঘোষণা: সভাপতি আশরাফুল, সাধারণ সম্পাদক মুকুল


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ২২:৫৯

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৬ নং বুড়াবুড়ি ইউনিয়নে গণঅধিকার পরিষদের ৩৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৩ জুন ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জনাব আবু তানভীর সুমন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ত্রী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য গঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফুল সরদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুকুল মিয়া। এছাড়াও ৩৩ জনকে বিভিন্ন দায়িত্বে অন্তর্ভুক্ত করে কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।

জানা গেছে, গত ১৭ জুন ২০২৫ তারিখে বুড়াবুড়ি ইউনিয়ন শাখার কর্মী সভায় গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেটি অনুমোদন দিয়ে এক বছরের জন্য চূড়ান্ত করা হয়েছে।

নবগঠিত কমিটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদ লক্ষ্য করা গেছে। তারা আশা করছেন, এই নেতৃত্ব বুড়াবুড়ি ইউনিয়নে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে জনগণের অধিকার আদায়ে এই কমিটির সদস্যরা আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলেও মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।