ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ফের ক্ষমতায় গেলে ভুল সংশোধন করা হবে : কাদের


২৬ ডিসেম্বর ২০১৮ ০০:৫০

আপডেট:
১৩ মে ২০২৫ ১৫:৩৩

ফের ক্ষমতায় গেলে অতীতের ভুলগুলো সংশোধন করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘দে‌শের উন্নয়ন কর‌তে গিয়ে কিছু ভুল হয়েছে, নানারকম আচরণে কেউ কেউ কষ্ট পে‌য়ে‌ছেন। ‘চাঁদেরও কলঙ্ক থা‌কে, আর আমরা‌ তো মানুষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হি‌সে‌বে আমি ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাই। ক্ষমতায় ফেরত গে‌লে আগের ভুল সং‌শোধন করা হ‌বে।’

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা মো‌ড়ে আওয়ামী লী‌গের এম‌পি প্রার্থী মামুনুর রশীদ কির‌ণের সমর্থনে পথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি ব‌লেন, ‘ঘ‌রে ঘ‌রে বিদ্যুৎ এবং বছ‌রের প্রথম দি‌নে বই দি‌য়ে বর্তমান সরকার প্রতিশ্রু‌তি রক্ষা করে‌ছে। আর বিএন‌পি দেয় ভুয়া প্রতিশ্রুতি।’


আবার ক্ষমতায় এলে ঘ‌রে ঘ‌রে গ্যাস সং‌যোগ এবং প্রত্যেক পরিবার থেকে একজন‌কে চাক‌রি দেওয়ার প্রতিশ্রু‌তি দেন ওবায়দুল কা‌দের। ‌তি‌নি ব‌লেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবে এটাই আমার প্রথম নির্বাচন। নোয়াখালীবাসী দে‌খি‌য়ে দিন যে, আমরা নৌকার প‌ক্ষে আছি, উন্নয়‌নের পক্ষে আছি।’

দলের নেতাকর্মীদের তিনি বলেন, ‘মাত্র ৩ দিন আছে। বিএনপির উস্কানীর ফাঁদে পা দেবেন না। অগ্নিপরীক্ষা দিতে হবে।’

দেশের সবচেয়ে বড় উপজেলা বেগমগঞ্জে ১০ বছর পর ভোট হচ্ছে। এর আগে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন কিরণ।

২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু। এবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।