ঢাকা বৃহঃস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫, ১৬ই শ্রাবণ ১৪৩২


খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা, গন্তব্য ফরিদপুর


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫ ১১:৪৭

খুলনা ছাড়ছেন এনসিপির সদস্যরা।

ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে খুলনা ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় দিকে তারা খুলনা ত্যাগ করেন।

এর আগে তারা গতকাল বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় খুলনা এসে সার্কিট হাউজে এবং হোটেল সিটি ইন-এ রাত্রী যাপন করেন। বহরে রয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনার মুখ্য সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত কেন্দ্রীয় নেতাদের খুলনা ত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা যশোর হয়ে ফরিদপুর যাবেন। সেখানে দুপুরে ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে মানিকগঞ্জের রাজবাড়ী যাবেন তারা।