ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


‘সংস্কারেই পরিবর্তন’ স্লোগানে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত:
২০ জুলাই ২০২৫ ১৬:৩৪

‘সংস্কারেই পরিবর্তন-পরিবর্তনের বাংলাদেশ’- এই স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করা বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের সদস্য এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে মুখর ছিল। দলের সাফল্য কামনা, দেশের কল্যাণ এবং জনগণের জীবনে শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দলের আহ্বায়ক তার বক্তব্যে বলেন, “বিআরপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি সামাজিক আন্দোলনের নাম। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী। আমাদের মূল লক্ষ্য হলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তির সমন্বয়ে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা।”

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলের মূলনীতি ও আদর্শ পুনরায় তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা।

দলীয় ও সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা।

প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে প্রতিটি স্তরে উন্নয়নকে ত্বরান্বিত করা।

সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ স্বাধীন রাখা।

দেশের প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ রক্ষায় কঠোর ও কার্যকর নীতি গ্রহণ।

দোয়া মাহফিলে দেশের অব্যাহত শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। দলের নেতাকর্মীরা আগামী দিনে দেশ ও জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করার নতুন করে শপথ নেন।