বহিস্কৃত নেতার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিআরপির

বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) থেকে বহিস্কৃত নেতা মোঃ নাজমুল করিমের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে বহিস্কৃত হওয়ার পরও নাজমুল করিম দলের নাম, লোগো ও প্যাড ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছে বিআরপি।
দলের মহাসচিব মোঃ তহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিস্কৃত নেতা নাজমুল করিম গত ১৯ জুলাই, ২০২৫ তারিখে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোঃ আকরাম খাঁ হলে দলের বর্ষপূর্তির আয়োজন করেন এবং নিজেকে বিআরপির সভাপতি হিসেবে দাবি করেন। দলটি এই ঘটনাকে সম্পূর্ণ অনৈতিক, বেআইনী ও সংগঠনবিরোধী বলে আখ্যায়িত করেছে।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, একাধিক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ৩১ মে, ২০২৫ তারিখে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে মোঃ নাজমুল করিমকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে অপসারণ ও দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়। এই সিদ্ধান্তটি বিভিন্ন গণমাধ্যমেও প্রচার করা হয়েছিল।
বিআরপি আরও জানায়, নাজমুল করিমের এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ঢাকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২০৮৪, তারিখ: ৩১/০৫/২০২৫) করা হয়েছে। এছাড়া কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় দায়ের করা আরও একটি অভিযোগ তদন্তাধীন রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর সকল স্তরের সদস্য এবং দেশের সাধারণ জনগণকে নাজমুল করিমের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।