ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


ঢাবির প্রশ্ন ফাঁস: অনশনকারীকে ছাত্রলীগ সা. সম্পাদকের নৈতিক সমর্থন

ঢাবির প্রশ্ন ফাঁস: অনশনকারীকে ছাত্রলীগ সা. সম্পাদকের নৈতিক সমর্থন


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০১৮ ০৩:২৯

অনশনকারীর পাশে গোলাম রাব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে অনশনকারী ছাত্র আক্তারের সাথে সংহতি জানিছে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

তিনি বুধবার সোয়া আটটার সময় রাজু ভাস্কর্যে যান।

এসময় তিনি অনশনকারী শিক্ষার্থী আক্তার হোসেনের সাথে কথা বলেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করেন।

গোলাম রাব্বানী আক্তারকে বলেন, তোমার এই অবস্থানকে আমি নৈতিকভাবে সমর্থন করছি।

এদিকে জানা গেছে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন অনশনকারী এই শিক্ষার্থী।

এদিকে আগামীকাল ১২টায় মানবববন্ধনের ঘোষণা দিয়েছে সকল বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

এমএল