রাষ্ট্রের সংস্কার হতেই হবে: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, “রাষ্ট্রের সংস্কার হতেই হবে। সংস্কার ছাড়া অন্য কিছু আমরা মানবো না।”
সোমবার (৪ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘মুগ্ধ মঞ্চ’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজধানী উত্তরায় রবীন্দ্র সরোবরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, “যেই উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থান হয়েছিল, সেই উদ্দেশ্য এক বছর পরও আমরা অর্জন করতে পারলাম না। তবে লড়াই এখনও চলছে।”
সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার কড়া সমালোচনা করে ডা. জারা বলেন, “যেই সংবিধান নিজের নাগরিককে গুম-খুনের অধিকার দেয়, সেই সংবিধান আমাদের দরকার নেই। যেই পুলিশ নাগরিকের ওপর গুলি চালায়, সেই পুলিশ নতুন বাংলাদেশে থাকতে পারে না। কিন্তু প্রশ্ন হলো—পুলিশ সংস্কারের অগ্রগতি কতদূর?”
তিনি বলেন, “মুগ্ধ শুধু একজন শহিদ নয়, তিনি আমাদের বিকল্প রাজনীতির প্রতীক। আমরা তার আদর্শে পথ চলছি। তার স্বপ্নের বাংলাদেশ গড়তেই এই মঞ্চ, এই আন্দোলন।”
অনুষ্ঠানে এনসিপি ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।