ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


জামায়াত বর্জনের আহ্বান মাওলানা মাসঊদের


২৮ ডিসেম্বর ২০১৮ ০৭:৫৪

আপডেট:
১৩ মে ২০২৫ ১৬:১২

নির্বাচনের জামায়াতে ইসলামীকে বর্জনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেছেন, ‘ইসলামের দুশমন, সাহাবায়ে কেরামের সমালোচনাকারী জামায়াতে ইসলামীকে বর্জন করতে হবে। এরা যে কোনও প্রতীকেই নির্বাচন করুক না কেন তাদেরকে প্রতিহত করা ঈমানের দাবি।’

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ফরীদ উদ্দীন বলেন, ‘ভোট একটি পবিত্র আমানত। এই আমানত জামায়াতে ইসলামী ও তাদের দোসরদের দেওয়া মানে ইসলাম, দেশ ও মানবতার বিরুদ্ধে স্পষ্ট বিশ্বাসঘাতকতা। একাত্তরের পরাজিত শক্তি সহজসরল সাধারণ মানুষদের সহযোগিতা নিয়ে আবারও তারা নির্বাচনে জয় তুলে নিতে ভোটে দাঁড়িয়েছে। এদেরকে ভোটের মতো আমানত দেওয়া যাবে না। এদের থেকে সতর্ক থাকতে হবে। সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছুতে দেশবিরোধীদের সহযোগিতা করা থেকে বিরত থাকুন।’

তিনি বলেন, ‘একটি বিশেষ দলের ওপর ভর করে জামায়াত আবারও মানুষের দুয়ারে যাচ্ছে। দুঃখ ও পরিতাপের বিষয় হলো, এতদিন যারা জামায়াত ও মওদুদীদের বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে বই লিখেছে। আজ তারা তাদের সঙ্গে আঁতাত করেছে। কোনও জোট ভোট নয়, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে পরাস্ত করতে হবে। জামায়াতকে ভোট দিলে হাজারও মানুষের রক্ত মাড়িয়ে অর্জিত স্বাধীনতার প্রতি অবমাননা হিসেবে গণ্য হবে। এ ব্যাপারে নিজেও সর্তক থাকুন এবং অন্যদেরও সতর্ক রাখুন।’