গাজীপুরে বাংলাদেশ সংস্কারবাদী পার্টির (বিআরপি) বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর জেলা কমিটির উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরের বাসন সড়কের দলীয় কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহাগ মোঃ সজিব খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল জাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর মোঃ আমিনুল হক। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিনারুল ইসলাম।
এছাড়াও, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগদান করে বক্তব্য রাখেন বাংলাদেশ সংস্কারবাদী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক এবং দলের মহাসচিব মোঃ তহিদুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল জাহিদ বলেন, “দেশের রাজনীতিতে একটি গুণগত সংস্কারের লক্ষ্য নিয়ে আমাদের দল কাজ করে যাচ্ছে। আমরা জনগণের অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট থাকব।”
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোহেল রানা ভিডিও কনফারেন্সে নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেন এবং দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় গাজীপুর জেলা ও বিভিন্ন থানা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতা-কর্মীদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।