ঢাকা রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫, ৫ই কার্তিক ১৪৩২


জাতীয় ঐক্যে সাড়া দিয়ে ডুমুরিয়াকে নতুন ডুমুরিয়া গড়তে চাই: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫১

খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০ টায় ডুমুরিয়া স্বাধীনতা চত্তরে অনুষ্ঠিত সমাবেশে ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোক্তার হুসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি ড.শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেক্রেটার জেনারেল মোঃ নুরুল ইসলাম সাদ্দাম।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে ডা: শফিকুর রহমানের নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্যে সাড়া দিয়ে ডুমুরিয়াকে নতুন ডুমুরিয়া গড়তে চাই। খুনি মাস্তান চাঁদাবাজরা একদিকে আর নতুন ভোটাররা একদিকে এবার নতুন ভোটারদের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা সেবক হবো শাসক হবো না।

সমাবেশে অন্য বক্তারা বলেন, ডুমুরিয়ায় মিয়া গোলাম পরওয়ার এমপি হলে, এমপি হবে এখানকার তিন লক্ষ মানুষ। আমরা তাদেরকে মাথায় তুলে নেবো, মিয়া গোলাম পরোয়ারকে বিজয়ী না করে আমরা ছাত্র যুব সমাজ ঘরে ফিরবো না। জামায়াতে ইসলামীর ডুমুরিয়া সনাতন ধর্মীয় শাখার সভাপতি বাবু কৃষ্ণ নন্দি বলেন, নৌকা মার্কা দিন শেষ দাড়িপাল্লার দিন শুরু। জামায়াত ক্ষমতায় এলে হিন্দু ধর্মের মানুষেরা ভালো থাকবে।

এসময় ডুমুরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে জামায়াতের বিভিন্ন নেতাকর্মী সমর্থকরা দলে দলে সমাবেশে যোগ দেন। সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে।