বেলকুচি উপজেলায় বড়ধুল ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা

সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাছচাপড়ী আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম খান আলিম।
সভায় সভাপতিত্ব করেন মোঃ মাহমুদুল হাসান (শান্ত), সাবেক সহ-সভাপতি বেলকুচি থানা বিএনপি ও সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— হাজী জামাল উদ্দিন ভূঁইয়া (সাবেক সভাপতি) বেলকুচি উপজেলা বিএনপি, হাজী আব্দুর রাজ্জাক মন্ডল( সাবেক সাধারণ সম্পাদক, বেলকুচি উপজেলা বিএনপি), মোঃ নুরুল ইসলাম গোলাম( সাবেক আহ্বায়ক) বেলকুচি উপজেলা বিএনপি, অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার (সাবেক যুগ্ম আহ্বায়ক) বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ গোলাম আজম (সদস্য) সিরাজগঞ্জ জেলা বিএনপি, হাজী আলতাফ হোসেন প্রামানিক(সাবেক আহ্বায়ক) বেলকুচি পৌর বিএনপি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ বনি আমিন( সাবেক সদস্য সচিব) বেলকুচি উপজেলা বিএনপি।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হলে বিএনপি’র নেতৃত্বে গণআন্দোলনের কোনো বিকল্প নেই।”
সঞ্চালনায় ছিলেন, মোঃ আবু তাহের লাভলু (সাবেক সদস্য সচিব) বড়ধুল ইউনিয়ন বিএনপি এবং সাবেক ছাত্র নেতা আমিরুল ইসলাম।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জনসভা প্রাঙ্গণ ছিল জনসমুদ্রে পরিণত।