ঢাকা রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫, ৫ই কার্তিক ১৪৩২


'হৃদয়ে শহিদ জিয়া' কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৭

'হৃদয়ে শহিদ জিয়া' কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাব,ঢাকায় (২৭ শে সেপ্টেম্বর) শনিবার জাতীয়তাবাদী সাহিত্য পরিষদ (জাসাপ) আয়োজিত হৃদয়ে শহিদ জিয়া কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেসক্লাব, ঢাকায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সংগঠক মো: শফিউল্লাহ। জাতীয়তাবাদী সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত, হৃদয়ে শহীদ জিয়া কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা বিকেল২ টা থেকে শুরু হয়।

প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তন দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সদস্য, জাতীয় স্থায়ী কমিটি( বিএনপি)।

বিশেষ অতিধিবৃন্দ ডক্টর সুকমল বড়ুয়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, শামসুজ্জামান দুদু ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব- বিএনপি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, আমিরুল ইসলাম খান আলীম- রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, এম আকবর আলী- সাবেক এমপি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি (বিএনপি), মাহমুদুল হাসান নিজামী। উদ্বোধক উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহমুদুল হাসান নিজামী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মো:সলিম উল্যাহ সিনিয়র সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক ওলামা দল কেন্দ্রীয় কমিটি, নাজমুল হাসান-সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি, সোহরাব খান স্বপ্ন- সিনিয়র যুগ্ম আহবায়ক, খিলক্ষেত থানা বিএনপি।এছাড়াও দেশ বরেণ্য কবি সাহিত্যিক সাংবাদিক ও সঙ্গীত শিল্পী গণের উপস্থিতিতে একটি প্রাণবন্ত ও উৎসবমুখর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি মোঃ শরীফ খান ও কবি এম এ মান্নান শেখ।