"জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ৫৪ বছরের অভিজ্ঞতাকে সমর্থন করুন"-গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ ৪ জুলাই ২০২৫, রোজ শনিবার এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মাওলানা হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা জামায়াতের আমীর জনাব ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, সেক্রেটারি জনাব আবু নাঈম মুহাম্মদ হারুন, উপজেলা যুব বিভাগের পরিচালক জনাব মাহবুবুর রহমান এবং প্রচার ও মিডিয়া সম্পাদক জনাব মুহাম্মদ তৈয়ব উল্লাহ।
গর্জনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সত্তার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শামশুল আলমের পরিচালনায় উক্ত যুব সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি ফুরকান আহমদ, সেক্রেটারি মিজানুর রহমানসহ ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুব সমাজ দেশের অমূল্য সম্পদ। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তারা আগামী দিনে পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।