জামায়াতের সহযোগী সংগঠন ওলামা বিভাগের নকলা ইউনিয়ন শাখার কমিটি গঠন

শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসহযোগী সংগঠন ওলামা বিভাগের ২নং নকলা ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। হাফেজ মাওলানা আব্বাস আলী-কে সভাপতি ও হাফেজ মাওলানা আব্দুর রশিদ-কে সেক্রেটারি করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়। তবে, সম্পাদক মন্ডলীর ৯ জনের নাম প্রকাশ করা হলেও, আগামী ২ দিনের মধ্যে কার্যনির্বাহী সদস্য হিসেবে দুইজনকে কমিটিতে অন্তর্ভূক্ত করে তাদের নাম প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শাহ আলম (শাহজাহান) এক বছর মেয়াদী এ কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক মুন্সী, সহকারী সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা আমিরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা উসমান আলী, অর্থ সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা জিহাদ হাসান রাসেল, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ আনিস মিয়া। দ্রুত সময়ের মধ্যে এ কমিটিতে দুইজন কার্যনির্বাহী সদস্য অন্তর্ভূক্ত করা হবে।
এ উপলক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন জামায়াতসহ স্থানীয় ওলামাদের সমন্বয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাবেক আমীর ও বর্তমান অফিস সম্পাদক মুফতী খাদীমুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সভাপতি নবী হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত নকলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রেজাউল হাসান সাফিতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।