বেলকুচিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলিম

সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন কেন্দ্রীয় বিএনপি’র রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান (আলিম)। বৃহস্পতিবার ৯ অক্টোবর রাজাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণসংযোগ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।রাজাপুর ইউনিয়ন ও গ্রামের কয়েক হাজার নেতাকর্মী গণসংযোগে অংশগ্রহণ করেন।
এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া,বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার,জেলা বিএনপির সদস্য গোলাম আজম,বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন,বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক,বেলকুচি পৌর বিএনপি-র সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি,বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম সহ রাজাপুর ইউনিয়ন ও উপজেলা বিএনপি-র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।