জামায়াতের সহযোগী সংগঠন যুব বিভাগের নকলা ইউনিয়ন শাখার কমিটি গঠন

শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসহযোগী সংগঠন যুব বিভাগের ২নং নকলা ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আব্দুল মোতালেব-কে সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাইফুল ইসলাম-কে সেক্রেটারি করে ৪৩ সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়।
শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা উপজেলার যুব বিভাগের সভাপতি আতিক আলম এক বছর মেয়াদী এ কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটির অন্যান্যরা হলেন, ৩জন সহ-সভাপতি খোকা মিয়া, আনোয়ার মিয়া ও মিজান মিয়া; ২জন সহকারী সেক্রেটারি সাদ্দাম হোসেন ও আলাল মিয়া; অফিস সম্পাদক বিল্লাল মিয়া, অর্থ সম্পাদক আব্দুর রহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক পরাণ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, প্রচার সম্পাদক শামিম মিয়া, সহ-প্রচার সম্পাদক জসিম মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক রুবেল মিয়া, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক সাকিল মিয়া, প্রকাশনা ও শিক্ষা সম্পাদক হাসান মিয়া, ক্রীড়া সম্পাদক ওসামাবিন আলী (রানা), সহ-ক্রীড়া সম্পাদক সম্পাদক আল আমিন মিয়া, দাওয়াহ প্রশিক্ষণ ও পরিবেশ সম্পাদক হাফেজ জিয়ারুল ইসলাম, সংস্কৃতি সম্পাদক কামরুল মিয়া এবং ২৩ জন সদস্যরা হলেন একরাম মিয়া, হুমাইন কবির, মোকসেদ মিয়া, সাত্তার মিয়া, সাইফুল মিয়া, খোকা মিয়া, কবদুল উদ্দিন, সাইফুল ইসলাম, রুবেল মিয়া, রাজ্জাক মিয়া, উজ্জ্বল মিয়া, শাহিন মিয়া, সুজাত মিয়া, হুরমুজ মিয়া, ইসমদ্দিন মিয়া, আল আমিন, সুলতান মিয়া, জসিম মিয়া, আব্দুল্লাহ মিয়া, রাজিব মিয়া, সামিদুল ইসলাম, ওয়াহাব মিয়া ও আজিজুল হক।
এ উপলক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন জামায়াতসহ স্থানীয় যুব বিভাগের নেতা-কর্মীদের সমন্বয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত নকলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রেজাউল হাসান সাফিতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।