প্রাথমিক শিক্ষা অফিস নেছারাবাদে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ (উপজেলা পর্যায়ে) নেছারাবাদে গত ১০ জুলাই বুধবার টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সরকারিভাবে উপজেলা পর্যায়ের এই টুর্নামেন্ট আয়োজন করে প্রাথমিক শিক্ষা অফিস, নেছারাবাদ, পিরোজপুর। উপজেলার স্বরুপকাঠি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে নেছারাবাদ উপজেলার মোট ২২ টি প্রাথমিক বিদ্যালয়ের দল অংশগ্রহণ করার কথা রয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেনঃমহিউদ্দিন মহারাজ (সংসদ সদস্য, পিরোজপুর -২)। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আব্দুল হক (উপজেলা পরিষদ চেয়ারম্যান, নেছারাবাদ, পিরোজপুর)। গোলাম কবির (পৌর মেয়র, স্বরুপকাঠি পৌরসভা)। শফিকুর রহমান সুমন (নেছারাবাদ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান)। তুলি মন্ডল (নেছারাবাদ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান)। সভাপতিত্বে ছিলেন- মোঃ মনিরুজ্জামান (উপজেলা নির্বাহী কর্মকর্তা, নেছারাবাদ, পিরোজপুর। উপস্থিত ছিলেন স্বরুপকাঠি প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ।
এসময় বিশেষ কারনে প্রধান অতিথি অনুপস্থিত থাকায় তার স্থলে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক খেলার শুভ উদ্ভোদন ঘোষনা করেন এবং ছাত্র ছাত্রী/ খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি তার বক্তব্যে বলেন- তোমরাই আগামী দিনের জাতীয় দলের খেলোয়ার হবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশের মান উজ্জ্বল করবে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ থাকা অতিব দরকার। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও উন্নত রাস্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য প্রাথমিক পর্যায় থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের গুরুত্ব অপরিহার্য বলে মনে করেন। মাননীয় প্রধানমন্ত্রীও খেলাধুলা খুব পছন্দ করেন এবং সকল খেলাধুলার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। তিনি আরো বলেন আজ খেলা উদ্ভোদন কালে আমাদের প্রধান অতিথি (সংসদ সদস্য) বিদেশে থাকার কারনে উপস্থিত হতে পারেননি কিন্তু আশা করি তিনি তোমাদের ফাইনাল খেলায় উপস্থিত থেকে তোমাদের মাঝে বিজয়ী পুরস্কার প্রদান করবেন।