শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ: মানবিক উদ্যোগে মোঃ এমদাদুল হক
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ হিসেবে মো: এমদাদুল হক-এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় রাম রাম সেন, জোসনারমোর, ভাঙ্গা মোড়, ফুলবাড়ী এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির বাস্তবায়নে ছিলেন মো: মুন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘবাড়ী হাউজিং রংপুরের চেয়ারম্যান মো: এমদাদুল হক, মো: বকুল মাস্টার এবং শাহাদত মাষ্টার।
মো: এমদাদুল হক বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই সামান্য প্রচেষ্টা। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাই। মানবতার সেবাই আমাদের প্রকৃত পরিচয়।”
মো: বকুল মাস্টার বলেন, “শুধু মৌসুমী নয়, সারাবছর মানুষের পাশে থাকার মনোভাব আমাদের রাখতে হবে। শীতের মতো দুর্যোগে দরিদ্র পরিবারগুলো বেশি কষ্টে পড়ে—তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।”
শাহাদত মাষ্টার বলেন, “সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। এমন উদ্যোগ অব্যাহত থাকলে সমাজ আরও সুন্দর হবে।”
মো: মুন সরকার বলেন, “এটি শুধু একটি অনুষ্ঠান নয়, মানবিকতার বার্তা। আমরা চাই এলাকার প্রতিটি অসহায় পরিবার সহযোগিতা পাক। ইনশাআল্লাহ এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে।”
