ঢাকা শনিবার, ১৬ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২


বাড্ডায় গ্যাসের আগুনে এক পরিবারের ৫ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক


প্রকাশিত:
১৭ মে ২০২৫ ১১:৪১

ঢাকার বাড্ডা থানার আফতাবনগর এলাকার একটি বাড়িতে জমে থাকা গ্যাসের আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান শনিবার বলেন, রাত সাড়ে ১২টার দিকের ওই ঘটনায় আহতদের রাতেই হাসপাতালে আনা হয়েছে। দগ্ধরা হলেন মো. তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মানসুরা আক্তার (৩৫), তাদের সন্তান তানিশা (১১), মিথিলা (৭) ও তানজিলা (৪)।

শাওন বিন রহমান বলেন, তোফাজ্জলের শরীরের ৮০, মানসুরার ৬৮, তানিশার ৩০, মিথিলার ৬০ এবং তানজিলার শরীরের ৬৬ শতাংশ পুড়ে গেছে।

“তাদের পোড়ার মাত্রা অনেক বেশি। তাদের অবস্থা ভালো না, আশঙ্কাজনক,” বলেন এই চিকিৎসক।

বার্ন ইনস্টিটিউটে আসা পরিবারটির এক স্বজন বলেন, “আফতাবনগরের ওই বাসার নিচতলায় ভাড়া থাকেন তারা। কয়েকদিন আগে পাশের রাস্তায় কাজ করার সময় গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে গ্যাস বের হত। সম্ভবত ওই গ্যাস বাড়ির নিচতলায় জমেছিল। রাতে কেউ সিগারেট ধরাতে গিয়ে বা কোনোভাবে আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়। এ সময় বাসার দেয়াল ধসে পড়ে।”