গভীর রাতে তেজগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর তেজগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত এক এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার ভোর চারটার দিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার উপ–পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাদশা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত সোয়া তিনটার দিকে ৯৯৯–এ খবর পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারি, ওই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে রেখে যায়।’
তিনি বলেন, ‘পরে আমরা দ্রুত ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই। অজ্ঞাতনামা যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।’
এসআই বলেন, ‘আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা করছি।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’