ঢাকা বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩১শে শ্রাবণ ১৪৩২


ফকিরাপুলে ডিবি পুলিশকে গুলির ঘটনায় শ্যুটার গ্রেফতার


প্রকাশিত:
২৯ জুন ২০২৫ ১২:১৯

রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে (ডিবি) লক্ষ্য করে গুলি করার ঘটনায় মূল শ্যুটারকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার (২৯ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি) গণমাধ্যম শাখার উপপরিচালক মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় মূল শ্যুটারকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ গ্রেফতার করেছে ডিবি।

এ বিষয়ে বিস্তারিত আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।