ঢাকা রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


ঢাবি ঘ ইউনিটের পুন:ভর্তি পরীক্ষা আগামীকাল


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০১৮ ২০:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ (D)’ ইউনিটের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯স্নাতক (সম্মান) শ্রেণীর পুন:ভর্তি পরীক্ষা আগামীকাল ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ১৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মোট ১৬১৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪শ’ ৬৩জন শিক্ষার্থী পুন:ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এধরণের ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।