ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


গ্রাজুয়েটদের অনাড়ম্বর সংবর্ধনা দিল ঢাবির এফ রহমান হল সংসদ


১৩ ডিসেম্বর ২০১৯ ১০:৩৭

আপডেট:
৩ মে ২০২৫ ০৮:২১

৫২তম সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল সংসদ । বুধবার রাতে এক অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে গ্রাজুয়েটদের সংবর্ধনা দেয়া হয়।

গ্রাজুয়েটদের সম্মানে সংবর্ধনা ও গ্রান্ড ডিনার আয়োজন করে হল সংসদ । এতে উপস্থিত ছিলেন স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম. সাইফুল ইসলাম খান।

'তোমাদের কলম হোক শোষণ মুক্তির হাতিয়ার' জাতির জনক এই উক্তিটি গ্রাজুয়েটদের স্মরণ করিয়ে দিয়ে এফ রহমান হল সংসদের ভিপি বলেন, আজকের গ্র্যাজুয়েটরা একদিন বাংলাদেশের নেতৃত্ব দিবে। ছাত্র-জনতা শিক্ষক মিলেমিশে এক নতুন বাংলাদেশ গড়ে তুলবো এটাই প্রত্যাশা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৭০ জন গ্রাজুয়েট অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গ্রাজুয়েটরা বলেন, এটি হল সংসদের পক্ষ থেকে একটি অনন্য উদ্যোগ। তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আশা করি, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানে কাজ করবে এবং শিক্ষার্থীদের সফলতায় পাশে থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে স্যার এফ রহমান হল সংসদের জিএস রহিম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।