বৃহত্তর ময়মনসিংহ সমিতির নতুন কমিটি: আব্দুস সালাম সভাপতি, নাসির উদ দৌলা মহাসচিব
বৃহত্তর ময়মনসিংহ সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সভাপতি এবং অতিরিক্ত সচিব (স্বরাষ্ট্র) নাসির-উদ-দৌলা মহাসচিব নির্বাচিত হয়েছেন। ২৮ সেপ্টেম্বর, শনিবার সকালে মিরপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
সভায় আলোচনার মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলা- জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক যৌথ বৈঠক করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়।
সমিতির সাবেক জৈষ্ঠ সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো: ইউসুফ এর সভাপতিত্বে টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি সাবেক সচিব ইব্রাহিম হোসেন খান, নেত্রকোনা জেলা সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন তালুকদার, ময়মনসিংহ জেলা সমিতির এসডি হুমায়ুন, ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সভাপতি সাবেক সচিব মো. নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সমিতির মহাসচিব তোফায়েল কবির খান, প্রকৌশলী এশারফ হোসেন, এডভোকেট খলিলুর রহমানসহ বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। এবং মহাসচিব অতিরিক্ত সচিব (স্বরাষ্ট্র) নাসির-উদ-দৌলার বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায়।
উল্লেখ্য, ২০২১ সালে অনুষ্ঠিত বৃহত্তর ময়মনসিংহ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ সালের জন্য প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সভাপতি ও সাবেক গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন-অর-রশিদ মহাসচিব পদে নির্বাচিত হন। যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সচিবসহ অন্যান্য ১৪১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। মেয়াদ শেষ হলেও এই কমিটিই বলবৎ ছিল এতদিন।
৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর আবুল কালাম আজাদ সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মেয়াদোত্তীর্ণ এই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। সমিতির রেজি. নং- ঢ-০১৫০৬।