ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


এক অনন্য উদাহরণ

শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জবির উদ্যোগে নবীনদের নিয়ে জমকালো আয়োজন


১৮ ডিসেম্বর ২০২৪ ০২:১৯

আপডেট:
২ মে ২০২৫ ২০:৩২

ছবি: বিল্লাল হোসেন

ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নবীনদের মধ্যে জার্সি বিতরণ করা হয়। এছাড়া জবিতে অধ্যয়নরত জেলার সকলের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও বার-বি-কিউ পার্টি অনুষ্ঠিত হয়। ঠিক ঢাকার বুকে একখন্ড শরীয়তপুর। 

আয়োজনে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা ফয়সাল আহমেদ সজল সহ জেলার অন্যান্য সিনিয়র নেতৃত্ববৃন্দ।

জার্সি বিতরণ উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের চেয়ারম্যান জনাব শাহরিয়ার হোসেন এবং টুর্নামেন্ট এর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল। 

টুর্নামেন্টের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন হন জাকির-ফারাবির দল। জনাব মেহেদী হাসান হিমেল চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। 

শীতের সন্ধ্যায় আড্ডা জমিয়েছে বার-বি-কিউ পার্টি। আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় থাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সৌরভ মৃধা বলেন ‘এমন একটা আয়োজনের সাক্ষী হতে পেরে সত্যি আনন্দিত। সকলের সহযোগিতা পেলে এমন আয়োজন আরো করবো।’ সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন ‘সকলের সহযোগী ও সুশৃঙ্খল আচরণের কারণে আনন্দ পূর্ণতা পেয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, আয়োজন শেষে আয়োজনস্থল যথাযথ ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আয়োজকসহ সকলে ক্যাম্পাস ত্যাগ করেন। 


জবি, ছাত্রকল্যাণ, jnu, Jagannath, shariatpur, Badminton