দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

মাগুরায় দারুল আরাকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প আওতায় জেলার ৯টি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন মাগুরার আয়োজনে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৩ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন মাগুরা এর উপ-পরিচালক মোহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ হাতে তুলে দেন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মোঃ আব্দুল হাই।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউণ্ডেশন মাগুরা এর মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ শিহাব উদ্দিন। এসময়ে ১৭ জন শিক্ষককে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।