শাটডাউন চলবে
দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে লিখিত চুক্তি চান জবি শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্প দীর্ঘদিন ধরে বিলম্বিত হওয়ায় সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমাধানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে ক্যাম্পাস নির্মাণ করার জন্য কয়েকদফায় ক্যাম্পাস এবং সচিবালয় প্রাঙ্গনে আন্দোলন ও অনশন কর্মসূচির মাধ্যমে দাবি তুলে ধরেন, পাশাপাশি গত তিন দিন যাবৎ জবি ক্যাম্পাস প্রাঙ্গন শাটডাউনের আওতায় থাকে। উক্ত ঘটনায় সিদ্ধান্তের প্রেক্ষিতে জবি দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজে সেনাবাহিনী বাস্তবায়ন করবে বলে চুড়ান্ত করেছেন। আগামী তিন কার্য দিবসের মধ্যে তারা দায়িত্ব বুঝে নিবেন এবং স্টিল বেজড দুইটি হল তাদের দ্বারা বাস্তবায়নের প্রস্তাব রাখা হয়েছে। তারা সেই প্রস্তাব গ্রহণ করেন। সেইসাথে লিখিত ভাবে কার্যকর না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে শাটডাউন বিরাজ থাকবে বলে সাধারণ শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতির দাবি উঠেছে। প্রকল্পের ধীরগতির কারণে শিক্ষার্থীদের বসবাস ও শিক্ষার পরিবেশ উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সাময়িক সমাধান হিসেবে স্টীল বেজড দুটি হল নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন কার্যক্রম বিলম্বিত হওয়ায় আমরা দ্রুত সমাধানের জন্য সেনাবাহিনীর সহায়তায় নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করেছি। স্টীল বেজড হল নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন সমস্যা আংশিক সমাধান করা সম্ভব হবে।"
জানা যায়, সেনাবাহিনীর দক্ষ প্রকৌশল বিভাগকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হলে এটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। ইতোমধ্যেই এ বিষয়ে সেনাবাহিনীর সাথে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, "শিক্ষার্থীদের চাহিদা মেটাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্টীল বেজড হল নির্মাণ সাময়িক সমাধান হলেও এটি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।"
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ দ্রুত শেষ হলে এটি শিক্ষার্থীদের সকল ধরনের ভোগান্তি দূর করবে বলে আশা করা হচ্ছে।আ
উল্লেখ্য আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন রবিবার পর্যন্ত শাটডাউন চলবে এবং শাটডাউন চলাকালীন কোন মিছিল ও বিক্ষোভ কর্মসূচি হবেনা।
জবি, দ্বিতীয় ক্যাম্পাস, আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়