এ-ইউনিট ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে ছিল জবি ছাত্রদল

আজ (২২ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নানাবিধ সহযোগিতা ও সুবিধা অব্যাহত ছিল । নবগঠিত কমিটির আহবায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব মো. সামসুল আরেফিনের নেতৃত্বে, শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে এই আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
নিজস্ব ভর্তি পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সরোজমিনে দেখা যায়, আজ টোকেনের মাধ্যমে পরীক্ষার্থীদের মোবাইলফোন, ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র ছাত্রদলের বুথে জমা রাখেন নেতাকর্মীরা। এতে পরীক্ষার্থীদের দুর্ভোগ দূর হয়। ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ উদ্যোগের প্রশংসা করেন।এছাড়াও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ: ফাইল, স্কেল ও কলম প্রদান করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
ছাত্রদলের কার্যক্রম নিয়ে আহবায়ক মেহেদী হাসান হিমেল জানান, বিগত তিন ইউনিটের ন্যায় এবারো অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। আমি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিভাবক ও পরীক্ষার্থীসহ আমার নেতাকর্মীদের ধন্যবাদ দিচ্ছি। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং পরবর্তী সময়েও পাশে থাকব। শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।
সদস্য সচিব মো. সামসুল আরেফিন বলেন, আজকেও ভর্তি পরীক্ষায় জবি শিক্ষার্থীদের পাশে শাখা ছাত্রদল বিভিন্ন সুবিধা নিয়ে পাশে ছিল । অভিভাবকদের দারুণ সাড়া পাওয়া গিয়েছে। তারা ছাত্রদলের সহযোগিতামূলক আচরণে প্রশংসা করেছেন। এগুলোই আমাদের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
জবি ছাত্রদল