সরকারি বাঙলা কলেজে ‘শেরপুর জেলা ছাত্র সংসদ’ এর নতুন কমিটি গঠন

'পর্যটনের আনন্দে তুলশীমালার সুগন্ধে' এই মূলমন্ত্রে উদ্ভাসিত ঢাকাস্থ শেরপুর জেলা ছাত্র সংসদ, সরকারি বাঙলা কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এ কমিটির আত্ম-প্রকাশ ঘটে।
গণতন্ত্রিক উপায়ে নব-কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অত্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহেদুর রহমান সাহেদ ( সেশন: ২০২০-২১)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অত্র কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী শোয়াইব রহমান ( সেশন: ২০২১-২২)।
কমিটির বিশেষ উপদেষ্টা হিসাবে আছেন, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব শাহ মো. আবুরায়হান আলবেরুনী।
কমিটির শিক্ষক উপদেষ্টা হিসাবে আছেন অত্র কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সামছুন নাহার, বাঙলা বিভাগের সহযোগী অধ্যাপক জায়েদা পারভীন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ফরিদা আক্তার।
নব-কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম বলেন, "গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাঙলা কলেজস্থ শেরপুর জেলার শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্ব খোঁজে নিয়েছে । আমি এই প্রক্রিয়া কে সাধুবাদ জানাই । গণতন্ত্রের চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
কমিটির শিক্ষার্থী উপদেষ্টা সিফাত হাসান রিপন জানান, " বাঙলা কলেজের শেরপুর জেলা ছাত্র সংসদ ২০২১ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা পরবর্তী এই প্রথম আমরা গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠন করতে সক্ষম হয়েছি।