ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


সরকারি বাঙলা কলেজে ‘শেরপুর জেলা ছাত্র সংসদ’ এর নতুন কমিটি গঠন


২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৬

আপডেট:
২ মে ২০২৫ ২০:১৭

'পর্যটনের আনন্দে তুলশীমালার সুগন্ধে' এই মূলমন্ত্রে উদ্ভাসিত ঢাকাস্থ শেরপুর জেলা ছাত্র সংসদ, সরকারি বাঙলা কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এ কমিটির আত্ম-প্রকাশ ঘটে।

গণতন্ত্রিক উপায়ে নব-কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অত্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহেদুর রহমান সাহেদ ( সেশন: ২০২০-২১)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অত্র কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী শোয়াইব রহমান ( সেশন: ২০২১-২২)।

কমিটির বিশেষ উপদেষ্টা হিসাবে আছেন, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব শাহ মো. আবুরায়হান আলবেরুনী।

কমিটির শিক্ষক উপদেষ্টা হিসাবে আছেন অত্র কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সামছুন নাহার, বাঙলা বিভাগের সহযোগী অধ্যাপক জায়েদা পারভীন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ফরিদা আক্তার।

নব-কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম বলেন, "গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাঙলা কলেজস্থ শেরপুর জেলার শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্ব খোঁজে নিয়েছে । আমি এই প্রক্রিয়া কে সাধুবাদ জানাই । গণতন্ত্রের চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

কমিটির শিক্ষার্থী উপদেষ্টা সিফাত হাসান রিপন জানান, " বাঙলা কলেজের শেরপুর জেলা ছাত্র সংসদ ২০২১ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা পরবর্তী এই প্রথম আমরা গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠন করতে সক্ষম হয়েছি।