ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


গড়াইয়ের প্রথম সাধারণ নির্বাচনে নেতৃত্বে আসলেন যারা


৩ মার্চ ২০২৫ ২৩:১১

আপডেট:
৩ মার্চ ২০২৫ ২৩:১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন গড়াই ছাত্রকল্যাণ সংস্থার নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হন সংস্কৃত বিভাগের ২০২০-২০২১ সেশনের জুবায়েল ইসলাম হিমেল। সাধারণ সম্পাদক হন ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের ২০২০-২০২১ সেশনের জান্নাতুল আক্তার জিম।

এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নাইমুর রহমান মারুফ (২০২১-২০২২) এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাকিব হোসেন।(২০২১-২০২২)

সভাপতি জুবায়েল ইসলাম হিমেল বলেন গড়াই ছাত্রকল্যাণ সংস্থা আজকের এ অবস্থানে আসার পেছনে গড়াই ছাত্রকল্যাণ সংস্থার প্রত্যেকটি সদস্যের অবদান আছে। তারা আমাকে ভরসা করে নির্বাচিত করে সংগঠনের দায়িত্ব দিয়েছেন। এ সংগঠন আমার কাছে পরম আবেগের একটি জায়গা, আমার ওপর অর্পিত পবিত্র এই দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো। আমি আমার দায়িত্ব পালনে কুষ্টিয়ার সব শিক্ষার্থীর সাহায্য ও সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক জান্নাতুল আক্তার জিম বলেন, গড়াই ছাত্রকল্যাণ সংস্থার গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ও সম্মানের। সেই সঙ্গে জন্মস্থানের প্রতি আমার দায়বদ্ধতার সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া জেলা থেকে আসা সব শিক্ষার্থীকে সর্বোচ্চ সহযোগিতা করাই হবে আমার প্রধান লক্ষ্য। এই সংস্থার নতুন কমিটির মাধ্যমে কুষ্টিয়ার সব স্টুডেন্টের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রতি বাড়বে, সেই প্রত্যাশা করছি।

সাবেকদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য কাজ করে যাবে নতুন কমিটি। এই ছাত্রকল্যান সংস্থা একটি পরিবার এবং প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রমে গড়াই ছাত্রকল্যাণ সংস্থা আরও সমৃদ্ধি লাভ করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব স্বেচ্ছাসেবী সংগঠনের রোল মডেল হবে সেই প্রত্যাশা রইলো।