ঢাকা রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত:
৫ মে ২০২৫ ১৭:০৫

তৌকির আহমেদ আবিদ। ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌকির আহমেদ আবিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রোডের শাহ শিরিন সড়কের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তৌকির আহমেদ আবিদ (২৩) সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাসার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।