জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে গবেষণা প্রস্তাবনার উপর সেমিনার অনুষ্ঠিত

১৩ মে (মঙ্গলবার) ২০২৫ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে অত্র বিভাগের পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী মোঃ ফজলুল হক-এর ‘Rural Women’s Employment and Human Development Dynamics in Bangladesh’, এম.ফিল প্রোগ্রামের শিক্ষার্থী মোঃ জহুরুল ইসলাম-এর ‘বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় গণমাধ্যমের ভূমিকা: দশম জাতীয় সংসদ নির্বাচনের উপর অধ্যয়ন’ এবং মোঃ জুয়েল আক্তার-এর ‘বাংলাদেশের স্থানীয় নির্বাচনে ভোটার মবিলাইজেশন কৌশলসমূহ: দুটি ইউনিয়ন পরিষদের উপর অধ্যয়ন’ শীর্ষক গবেষণা প্রস্তাবনার উপর তাদের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব মেজবাহ-উল-আজম সওদাগর। উল্লিখিত তিনটি গবেষণার গবেষণা তত্ত্বাবধায়ক জনাব ড. মোঃ নঈম আকতার সিদ্দিক, বিভাগের সম্মানিত ফ্যাকাল্টিবৃন্দ, বিভাগের সাবেক ও বর্তমান গবেষকবৃন্দ, অনার্স এবং মাস্টার্সের ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
গবেষকরা তাদের নিজ গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন এবং তার উপর সংশ্লিষ্ট স্কলারগণ তাদের সুচিন্তিত ফিডব্যাক প্রদান করেন। সেমিনার সভাপতি জনাব মেজবাহ-উল-আজম সওদাগর তাঁর সমাপনী বক্তব্যে সেমিনারে উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গবেষণা বান্ধব পরিবেশ অব্যাহত রাখতে তাঁর বিভাগের ধারবাহিক প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন।
গবেষণা তত্ত্বাবধায়ক জনাব ড. মোঃ নঈম আকতার সিদ্দিক বলেন ’গবেষকদের সুন্দর উপস্থাপনা এবং বিভাগের সম্মানিত সহকর্মী এবং অন্যান্য সাবেক এবং বর্তমান গবেষকবৃন্দের গুরুত্বপূর্ণ ফিডব্যাক এবং মূল্যবান পরামর্শ গবেষকদের গবেষণার কাজকে যৌক্তিকভাবে এগিয়ে নিতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।’