ঢাকা মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


মালয়েশিয়ায় কর্মী যেতে না পারায় দায়ী রিক্রুটিং এজেন্সি: তদন্ত কমিটি


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৫ ১৫:৩২

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত ২০ হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাইকোর্টে দাখিল করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। রিপোর্টে ১৭ হাজার ৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারার ঘটনায় রিক্রুটিং এজেন্সি দায়ী করা হয়েছে।

আজ রবিবার সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।

এ সময় হাইকোর্ট ১৭ হাজার ৭৭৭ জনকে মালয়েশিয়া পাঠানোর বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা ২৭ আগস্টের মধ্যে তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন।

একই সঙ্গে দায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

ভিসাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকার পরেও গত ৩১ মে উড়োজাহাজের টিকিট না পাওয়ায় কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। পরে এর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

গত বছরের ১৬ জুলাই হাইকোর্ট রুলসহ একটি আদেশে ভিসাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকার পরও সম্প্রতি কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন।

আগামী ২৭ আগস্ট মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।