ঢাকা মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


জুলাই গণহত্যা

শেখ হাসিনার বিরুদ্ধে ৮৭৪৭ পৃষ্ঠার অভিযোগ


প্রকাশিত:
১ জুন ২০২৫ ১৭:০৩

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে আনুষ্ঠানিক অভিযোগপত্র ১৩৫ পৃষ্ঠার। তবে তথ্যসূত্র, দালিলিক প্রমাণসহ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগ জমা দেওয়া হয়।

রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বাকি দুই অভিযুক্ত হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এদিন অভিযোগ দাখিলের শুনানি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এর আগে, ১২ মে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচার অতীতের প্রতিশোধ নয়। বরং ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা। ভবিষ্যতে আর কোনো মানবতাবিরোধী অপরাধ থাকবে না।

এদিকে এসব অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় আগে থেকেই গ্রেফতার রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ এই তিনজনকে আগামী ১৬ জুন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।