ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


মুরাদনগরে ধর্ষণ মামলা

চার আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর


প্রকাশিত:
৩ জুলাই ২০২৫ ১৫:৩২

ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগর থানায় হওয়া নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার হওয়া চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টায় কুমিল্লার আমলি আদালত ১১-এর বিচারক মমিনুল হক এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার এসআই ও মামলার আইও রুহুল আমিন।

চার আসামির প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন। আদালতে শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আসামিরা হলো- মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের আবদুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে মো. আরিফ ও তালেম হোসেনের ছেলে মো. অনিক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর গ্রামে বসতঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় গ্রেপ্তার সুমন, রমজান, আরিফ ও অনিকসহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং অভিযুক্ত ধর্ষক ফজর আলীকে বেদম মারধর করে। শনিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী নারী।

পর্নোগ্রাফি আইনে ওই এলাকার চার যুবককে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ। অপরদিকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। সে বর্তমানে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।